The news is by your side.

পরিণীতির নাম শুনলেই ঘেমে উঠছেন রাঘব চড্ডা, নায়িকা লজ্জায় লাল!

0 133

পরিণীতি চোপড়ার নাম শুনলেই ঘেমে উঠছেন রাঘব চড্ডা। আর নায়িকা কী করছেন? লজ্জায় লাল টুকটুকে! মুচকি হেসে মাথা নামিয়ে ফেলছেন। তারপর কোনও জবাব না দিয়েও গাড়িতে উঠে প্রায় পালিয়ে বাঁচছেন। এমনটাই হয়েছে মঙ্গলবার সন্ধেয়। পরিণীতি চোপড়াকে বিমানবন্দর থেকে পাকড়াও করেছেন পাপারাৎজিরা। কেমন আছেন?— এর পরেই প্রশ্ন, রাঘবকে নিয়ে আপনার সম্বন্ধে যা শোনা যাচ্ছে, ঠিক? ব্যস, মুখে কুলুপ নায়িকার।

এদিন তিনি কালো প্যারালাল ট্রাউজার, কোটে ফ্যাশানিস্তা। চোখে কালো ফ্রেমের চশমা। এভাবেই তিনি পাপারাৎজিদের মুখোমুখি। ফটো তোলার পাশাপাশি প্রশ্নের বান ছুটেছে। কিন্তু কেউ পরিণীতির মুখ খোলাতে পারেনি। উল্টো দিকের অবস্থাও একই। রাঘব দিল্লিতে পা রাখা মাত্র তাঁকেও ছেঁকে ধরেছিলেন সেখানকার সাংবাদিকেরা। তিনি নায়িকা সম্বন্ধে একটিও শব্দ খরচ করেননি। উল্টে জানিয়েছেন, রাজনীতি নিয়ে প্রশ্ন থাকলে তিনি উত্তর দেবেন। পরিণীতি সম্পর্কে কিছুই জানেন না।

যদিও গুঞ্জনে ধুনো ছড়িয়েছে সাংসদ সঞ্জীব অরোরার একটি টুইট। টুইটে কী লিখেছেন রাজনীতিবিদ? সঞ্জীব যুগলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘তোমাদের মিলন সার্থক হোক। পারস্পরিক সাহচর্য আনন্দ, ভালবাসায় ভরে উঠুক।’ রাজনীতিবিদের লেখা এই ‘মিলন’ বা ‘জোট’ শব্দটাই ভাবিয়েছে বলিউডকে। এর থেকেই গুঞ্জনের জন্ম। আরও একবার বলিউড- রাজনৈতিক আঙিনার গাঁটছড়া দেখার অপেক্ষায় সবাই।

বলিউড বলছে, স্বরা ভাস্করের পথেই নাকি হাঁটছেন পরিণীতি চোপড়া। রাঘব চড্ডার সঙ্গে তাঁর বাগদান সারা। এবার চার হাত এক হওয়ার অপেক্ষা। দুই পরিবারের হাতেগোনা কয়েক জনকে নিয়েই নাকি বাগদান অনুষ্ঠিত হয়েছে। সহকর্মীকে তারই শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জীব। এর পরেই তাঁদের ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে যেতে দেখা গিয়েছে। এরপরেও বিয়ের গুঞ্জন ছড়াবে না!

 

Leave A Reply

Your email address will not be published.