The news is by your side.

পরম যত্নে নিজের  মাতৃত্বের অনুভূতিতে নায়িকা পরীমনি।

0 224

অভিনেত্রী পরীমনি অন্তঃসত্ত্বা। এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে। এরই মধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন এই নায়িকা।

ফেসবুকে বুধবার সন্ধ্যায় আরো একটি বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করেছেন পরীমনি।

যেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী অভিনেতা শরীফুল রাজও। পোস্ট করা ছবিতে দেখা যায় চিরহরিৎ এক অরণ্যে  অন্তঃসত্ত্বা পরীমনি শুয়ে আছেন তার স্বামীর কোলে।

এর আগে কক্সবাজার থেকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনা-সমালোচনার কবলে পড়েন। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

আলোচনা-সমালোচনা কিংবা তোপকে পাত্তা না দিয়ে বুধবার ফের একটি বেবি বাম্পের ছবি পোস্ট করলেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু…পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া। ’

Leave A Reply

Your email address will not be published.