The news is by your side.

পরমাণু কর্মসূচি বন্ধ হবে না: মাসুদ পেজ়েকশিয়ান

0 243

মো. হাবিবুর আলম

রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র পরে এ বার ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘প্রয়োজনে আমরা আবার ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করতে প্রস্তুত।’’

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের আস্থাভাজন পেজ়েকশিয়ান বৃহস্পতিবার বলেন, ‘‘কোনও অবস্থাতেই আমরা পরমাণু কর্মসূচি থেকে সরে আসব না। শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারের লক্ষ্যে ইরান তার কর্মসূচি চালিয়ে যাবে।’’

১৩ জুন রাতে ইরানের রাজধানী তেহরান এবং একাধিক পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। ওই অভিযানের পোশাকি নাম ছিল, ‘অপারেশন রাইজ়িং লায়ন’! এর পরে ইরানের ২২ তিনটি পরমাণুকেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় আমেরিকার বি-২ বোমারু বিমান। ফেলা হয় বাঙ্কার ব্লাস্টার সিরিজের সবচেয়ে শক্তিশালী বোমা জিবিইউ-৫৭। ২৪ জুন ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি হলেও ওয়াশিংটনের দাবি মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে রাজি হয়নি তেহরান। তারই মধ্যে এ বার নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পেজ়েকশিয়ান।

 

Leave A Reply

Your email address will not be published.