The news is by your side.

পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

0 220

 

সৌদি আরবে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে মক্কার মসজিদুল হারামে পবিত্র ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রথমে পবিত্র কাবা শরিফ ‘তাওয়াফ’ করেন। পরে সাফা ও মারওয়ার মাঝে হাঁটেন ও দৌড়ান। তিনি পবিত্র মসজিদে নামাজও আদায় করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও দেশের জনগণসহ মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং অন্য সফরসঙ্গীরাও পবিত্র ওমরাহ পালন করেছেন।

প্রধানমন্ত্রী পবিত্র মসজিদুল হারামে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করেন। এর আগে প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা ছেড়ে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।

Leave A Reply

Your email address will not be published.