The news is by your side.

পপতারকা শাকিরার ‘নো’

0 132

 

সাদা পোশাকে ডিজাইন করে লেখা ‘নো’। এমন ব্যতিক্রমী লুকেই ধরা দিলেন পপতারকা শাকিরা। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকের ইভেন্টে এমন আকর্ষণীয় পোশাকে উপস্থিত ছিলেন শাকিরা যা ভক্তদের নজড় কেড়েছে। ৪৬ বছর বয়সী গায়িকা একটি সাদা ভিক্টর এবং রল্ফ ট্রেঞ্চ কোট পরেছিলেন।

ফ্যাশন হাউজের হাউট কউচার শো চলাকালীন তার বুক জুড়ে ‘না’ শব্দটি বিশেষভাবে উল্লেখ ছিল।

শাকিরা তার কোটটিকে সোনালি পিপ-টোর কারুকাজ এবং রূপালী জিপার দিয়ে সাজিয়েছেন। লম্বা খোলা সোনালি চুলে ফ্যাশন শো’তে নিজের ব্যতিক্রমী জাদু দেখিয়েছেন গায়িকা। শাকিরা তার ফ্যাশনেবল আউটিংয়ের মাধ্যমে নিজের সহনশীলতা এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প উপস্থাপন করেছেন।

এই পোশাকের মাধ্যমে ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখে তার অটল শক্তি প্রদর্শন করেছেন গায়িকা।

বেশ কিছু সময় ধরেই একের পর এক ধকল সামলাচ্ছেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। প্রাক্তন প্রেমিক জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ, বাবার অসুস্থতা, সন্তানদের হেফাজত নিয়ে মামলা- সব মিলিয়ে বেশ খারাপ সময়ই পার করেছেন গায়িকা। তবে নিজের সন্তানদের নিয়ে ইতিমধ্যেই মিয়ামিতে স্থানান্তরিত হয়েছেন গায়িকা।

প্রাক্তন প্রেমিকের বিচ্ছেদ ভুলে নতুন করে এগিয়ে যাচ্ছেন সামনে। সাম্প্রতিক সময়ে ব্রিটিশ রেস তারকা লুইস হ্যামিল্টনের সাথেও নাম জড়িয়েছে শাকিরার। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুজনে প্রেমের সম্পর্কে রয়েছেন। এছাড়া লুইসের সাথে তার সাম্প্রতিক ছবিগুলো ইন্টারনেটে ঝড় তুলেছে। এই জুটি মিয়ামি উপকূলে একটি ক্রুজ উপভোগ করেছিলেন। এছাড়াও একটি অভিনব রেস্তোরাঁয় একত্রে দেখা গেছে এই জুটিকে।

২০১১ সালে পিকের সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। কিন্তু পরবর্তী সময়ে পিকের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ আনেন এই গায়িকা। গত বছর জুন মাসে শাকিরা ও পিকে তাদের সম্পর্কে ইতি টানেন। পিকের সাথে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পর হ্যামিল্টনের সাথে উদীয়মান রোম্যান্সটি বেশ জোরেশোরেই এগোচ্ছে । বিচ্ছেদের প্রায় এক বছর পর নতুন কারো সাথে এত ঘনিষ্ঠভাবে নাম জড়াচ্ছে এই পপতারকার।

Leave A Reply

Your email address will not be published.