The news is by your side.

পদ্মা সেতু: চালু হওয়ার এক বছরের মধ্যেই উঠে আসবে নির্মাণ খরচ

0 308

এক নজরে- ‘পদ্মা বহুমুখী সেতু’

* বিশ্বের ১২২ তম  দীর্ঘ  সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’

* সেতুটি নির্মাণের জন্য  ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে

* এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড

* সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM।

* সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার (২০,২০০০ ফুট)

* প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার (৫৯.৪ ফুট)

* নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর

*  সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং তদারকির দায়িত্ব পালন করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী।

* সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস

* প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে

* ভূমিকম্প সহনশীল মাত্রা ৯

* সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার এবং পিলার ৮১টি। মোট স্প্যান সংখ্যা ৪১

* প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন

* সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)

Leave A Reply

Your email address will not be published.