পদ্মা সেতু পার হওয়ার সময় নিয়ম না মেনে লেন পরিবর্তন করায় সাত মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে তাদের জরিমানা করা হয়।
জানা গেছে, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে তারা পাশের মূল লেনে উঠে পড়েন। এ সময় তাদের গতিরোধ করেন দায়িত্বে থাকা ট্রাফিক সদস্যরা।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) বজলুর রহমান জানান, মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন অতিক্রম করে সাত মোটরসাইকেল চালক পাশের মূল লেনে উঠে পড়েন। পরে জাজিরা প্রান্তে গতিরোধ করে সাত মোটরসাইকেল চালককে তিন হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাদের জরিমানা করা হয়।