The news is by your side.

পদ্মায় ৪৮টি গরু নিয়ে ডুবে গেল ট্রলার

0 221

শনিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে গরুবাহী ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। আজ সকালে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান এবং স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী বনি ইসলাম ট্রলার ডুবির ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৮টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

কোরবানির পশুর হাটে বিক্রি করতে ১৫ জন ব্যবসায়ী যমুনা ও পদ্মা নদী দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে নয়টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরুব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।

গরু ব্যবসায়ীদের মধ্যে একজন চৌহালী উপজেলার মুরাদপুর মো. নূরুল ইসলাম জানান খামারিদের কাছ থেকে ৪৮টি গরু কিনে তাঁরা ১৫ জন ব্যবসায়ী নারায়ণগঞ্জে যাচ্ছিলেন।

তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে। বাকিগুলো নদীতে ডুবে গেছে।

হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা  মো. শাহরিয়ার রহমান বলেন, ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ নদীতে ডুবে যায়।

Leave A Reply

Your email address will not be published.