যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশব্যাপী সকল মহানগরে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। রাজধানীতে পৃথকভাবে মহানগর উত্তর ও দক্ষিণ এই পদযাত্রা কর্মসূচি করবে।
রবিবার শ্যামলী ক্লাব মাঠ ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত এই কর্মসূচি যুগপৎ আন্দোলনের সপ্তম কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
পদযাত্রা কর্মসূচি শুরুর আগে আমান উল্লাহ আমান বলেন, আমাদের এই পদযাত্রা কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও নীরব পদযাত্রা। কোনো স্লোগান হবে না।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ৩টার দিকে বছিলার উদ্দেশ্যে বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ পদযাত্রা কর্মসূচি বের হয়।