The news is by your side.

নয়াপল্টনে মহাসমাবেশ করতে অনড় বিএনপি

0 95

রাস্তা বাদ দিয়ে যেকোনো মাঠে সমাবেশ করতে পুলিশের পাঠানো চিঠির জবাব দিয়েছে বিএনপি। পাল্টা চিঠিতে বিএনপি জানিয়েছে, ২৮ অক্টোবরের মহাসমাবেশ তারা নয়াপল্টনেই করতে চায়। বিকল্প কোনো স্থানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়।

মহাসমাবেশে এক থেকে সোয়া লাখ লোক হতে পারে উল্লেখ করে চিঠিতে বলা হয়, ২৮ অক্টোবরের মহাসমাবেশের জন্য বিকল্প কোনো স্থানে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। বিজয়নগর মোড় ও ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তর অন্তর মাইক লাগানো হবে।

আগামী শনিবারের সমাবেশে বিএনপি নেতা-কর্মী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন না। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব ৫০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া সমাবেশ ওই দিন বেলা দুইটায় শুরু হয়ে মাগরিবের আজানের আগে শেষ হবে বলে পুলিশকে বিএন পাঠানো পাল্টা চিঠিতে জানানো হয়।

মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে বিএনপির চিঠিতে বলা হয়েছে, ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনের বিএনপির প্রধান কার্যালয়ের সামনেই আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

Leave A Reply

Your email address will not be published.