The news is by your side.

নয়াপল্টনে চলছে বিএনপির জনসমাবেশ

0 124

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এবং দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ চলছে ।

শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। পূর্বঘোষিত এই কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

জনসমাবেশে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে দুপুরের আগেই নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়ক বন্ধ হয়ে গেছে। সেখানে সড়কের ওপর কার্পেট বিছিয়ে বসে পড়েছেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকাসহ দেশের ১৫ জেলা ও মহানগরে শনিবার জনসমাবেশ করছে বিএনপি। একই সঙ্গে সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.