The news is by your side.

নয়াপল্টনে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশ

0 127

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় ‘যুব সমাবেশ’ করছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার দুপুর সোয়া ২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। বেলা ১১টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী জড়ো হতে শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন হাজার হাজার নেতাকর্মী। যুবদলের ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। মাথায় পরেছেন বিভিন্ন রঙের টুপি। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশকে ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave A Reply

Your email address will not be published.