The news is by your side.

ন্যাটো সদর দপ্তরে ফিনল্যান্ডের পতাকা উড়বে মঙ্গলবার

0 138

পশ্চিমা জোটের নতুন সদস্য হওয়ার পর ন্যাটো সদর দপ্তরের বাইরে মঙ্গলবার ফিনল্যান্ডের পতাকা উত্তোলন করা হবে। জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ সোমবার এ কথা বলেছেন।

ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের ঐতিহাসিক বৈঠকের প্রাক্কালে স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল আমরা ফিনল্যান্ডকে ৩১তম সদস্য হিসেবে স্বাগত জানাব।

’ গত বছর ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বাত্মক আক্রমণ ইউরোপীয় নিরাপত্তাকে বিপর্যস্ত করেছে। সে কারণেই ফিনল্যান্ড ও প্রতিবেশী সুইডেন কয়েক দশকের অসংলগ্নতা বাদ দিতে এবং ন্যাটোর প্রতিরক্ষামূলক ছাতার সঙ্গে যোগ দিতে চায়।

ন্যাটো প্রধান বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ন্যাটোর ক্ষমতা কমানোর লক্ষ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। কিন্তু তিনি ঠিক উল্টোটা পাচ্ছেন।’

আংকারার সংসদ গত সপ্তাহে একটি ভোট দিয়ে ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের জন্য চূড়ান্ত বাধা সাফ করে। তুরস্ক এবং হাঙ্গেরির আপত্তিতে কয়েক মাস ধরে ন্যাটোতে হেলসিংকির যোগদান আটকে ছিল। জোটে স্টকহোমের যোগদান অবশ্য এখনো আটকে রয়েছে।

এক বছরের কম সময়ের মধ্যে অনুসমর্থন সম্পন্ন করে ফিনল্যান্ডের এই যোগদান এখনো পর্যন্ত জোটের সাম্প্রতিক ইতিহাসে দ্রুততম সদস্যপদ প্রক্রিয়ার ঘটনা এখন শুধু ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরের শেষ আনুষ্ঠানিকতা বাকি আছে।

ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তির রক্ষক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে আনুষ্ঠানিক যোগদানের কাগজপত্র হস্তান্তর করবেন। এরপর দেশটির নীল-সাদা পতাকা তার নতুন মিত্রদের পাশাপাশি উত্থাপিত হবে।

 

Leave A Reply

Your email address will not be published.