পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’র সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় তারকা তাহসান।সিনেমাটি নির্মিত হবে ইংরেজি ভাষায়।
২০২০ সালের শুরুতেই এই ছবির শুটিং শুরু হবে। এই সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল।
‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে। সেকারণে সিনেমাটি নির্মিত হবে ইংরেজি ভাষায়।
এদিকে শুটিং শুরু হওয়ার আগেই ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার চিত্রনাট্য ইতোঁমধ্যে একাধিক ফেস্টিভ্যালে পুরস্কার পেয়ে শুরু থেকেই আলোচনায় আছে।