তৃণমূল কংগ্রেসের নবাগতা সাংসদ মিমি চক্রবর্তী। তবে ভোট-প্রচারের সময় যাদবপুর লোকসভা কেন্দ্রে যে-সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করতে তিনি যে বদ্ধপরিকর, তার প্রমাণ দিলেন তিনি। সংসদে যাবেন নিজের এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা তুলে ধরতে। তবে তার আগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা জরুরি। গড়িয়া, লস্করপুর, কামালগাজি ঘুরে দেখলেন তিনি। নিতে শুরু করলেন এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মসূচি। দেখলেন রাস্তাঘাটের হাল, স্কুল-মাদ্রাসা, কেন্দ্রীয় সরকারের আমরুত পানীয় জল প্রকল্প প্রভৃতি। স্থানীয় ক্ষুদ্রব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত বাজার এলাকাও পরিদর্শন করেন তিনি। আদিগঙ্গার সৌন্দর্যায়ন কীভাবে করা যায়, তা নিয়েও খোঁজ নেন মিমি। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক। আমরুত জল প্রকল্পের ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলেন তিনি। নিজের লোকসভা এলাকার জন্য মানুষের সুখ-সুবিধার দিকে যে সারা বছরই নজর থাকবে তাঁর, জানান এ কথাও। এর আগে প্রচারের সময় মিমি বলেছিলেন, নেত্রী নয়, মিমি চক্রবর্তী হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করাই হবে সাংসদ হিসেবে তাঁর লক্ষ্য।