ঘটনার চার বছর পর নেত্রকোনা পৌর ছাত্রদলকর্মী মো. আমজাদ হোসেনকে হত্যার অভিযোগে নেত্রকোনা মডেল থানার সাবেক ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
নিহতের বড় ভাই মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন।
নেত্রকোনা মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান আলী, এসআই মো. মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জন পুলিশের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।
দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেন, ‘নেত্রকোনা পৌরসভার হোসেনপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে পৌর ছাত্রদলকর্মী মো. আমজাদ হোসেনকে বিনা কারণে ২০১৮ সালের ২১ মে গভীর রাতে বাসা থেকে ধরে নিয়ে যায় থানা পুলিশ।
ওইদিন রাতে তাকে সদর উপজেলার বড়ওয়ারী নামক স্থানে নিয়ে গুলি করে হত্যা করা হয়। নিহতের বড় ভাই মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে এ ঘটনায় বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে নেত্রকোনা মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান আলী, এসআই মো. মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
এতদিন কেন মামলা করেননি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিবেশ না থাকায় তারা মামলা করিনি।’
এ সময় ঢাকা বারের আইনজীবী অ্যাডভোকেট নূরুল ইসলাম জাহিদ, অ্যাডভোকেট সাইফুর রহমান ও মামলার বাদী মো. দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।
নেত্রকোনা মডেল থানার ওসি সাকের আহমেদ বলেন, ‘মামলা হয়েছে বিষয়টি আমি শুনেছি।’