The news is by your side.

নেতাকর্মীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি মির্জা ফখরুলের

0 122

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  শান্তিপূর্ণ কর্মিসভায় যাওয়ার পথে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের গাড়িবহরে সন্ত্রাসীদের হামলা, কৃষক দলের সহসভাপতি আবুল বাশার আকন্দের গাড়িসহ অন্য নেতাদের গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীকে আহত করা হয়েছে। শেরপুরে নেতাকর্মীর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাঁদের আহত করেছে এবং মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তিনি নেতাকর্মীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন।

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি মহাসমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছি। সেখানেই সমাবেশ করব। অনুমতি দিলেও করব, না দিলেও করব।’

বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নতুন কমিটির সহসভাপতি খন্দকার মাঈনুল ইসলাম, যুগ্ম মহাসচিব শামছুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.