আজ নেটফ্লিক্সে মুক্তি পেল অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ ২’। চারটি ছোট গল্পে ভালোবাসা, যৌনতা, লজ্জা, বিবেক দংশন, প্রতিশোধ এবং প্রতারণার মিশ্রণ ঘটিয়েছেন পরিচালক আর বালকি, কঙ্কনা সেনশর্মা, সুজয় ঘোষ এবং অমিত শর্মা। এর মধ্যে মন ভরতে পারল মাত্র দু’টি গল্প ৷ ‘লাস্ট স্টোরিজ ২’ তে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, নীনা গুপ্তা, বিজয় বর্মা, কাজল, তিলোত্তমা সোম এবং কুমুদ মিশ্র।
বলিউডে অ্যান্থলজি ফিল্মের ভাবনা কিন্তু দীর্ঘদিনের। ‘ডরনা মানা হ্যায়’ থেকে ‘দশ কাহানিয়া’ বহু অ্যন্থলজি ফিল্ম তৈরি হয়েছে। ওটিটি আসার পরই এমন ছবি তৈরির প্রবণতা ক্রমশই বেড়েছে। ২০১৮সালে ওটিটিতে এসেছিল প্রথম ‘লাস্ট স্টোরিজ’।
অনুরাগ কাশ্যপ, দিবাকর বন্দ্যোপাধ্যায়, জোয়া আখতার এবং করণ জোহর বলিউডের এই চার নামজাদা পরিচালকের ছবি নিয়ে তৈরি হয়েছিল এই অ্যান্থলজি ফিল্ম। চারটি গল্পেরই একটা কমন ফ্যাক্টর ছিল নারী এবং যৌনতা। যে ছবিতে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে, মণীষা কৈরালা, ভূমি পেডনেকর এবং কিয়ারা আডবানিরা। পরবর্তীকালে লাস্ট স্টোরিজ ২ এর পরিচালক-প্রযোজরাই হরর অ্যান্থলজি ফিল্ম ঘোস্ট স্টোরিজ-ও তৈরি করেন।