The news is by your side.

নেচে গেয়ে বিবাহবিচ্ছেদ উদ্যাপন করলেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সবন্ত

0 136

জীবনের নতুন ইনিংস শুরু করেছেন বিতর্কিত টেলিভিশন তারকা রাখি সবন্ত। শুধু নতুন ইনিংস শুরুই নয়, জানতে পারা যায় অনেক কাঠখড় পুড়িয়েই জীবনের সেই অধ্যায়ে পা রেখেছেন রাখি।

গত বছরের মাঝমাঝি সময় নাগাদ আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি। আদিল ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় বিয়ের পরে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন টেলি তারকা। বোরখা পরিহিত অবস্থাতেও দেখা গিয়েছিল তাঁকে। সে সব এখন অতীত।

আদিলের সঙ্গে সংসার পাতার খবর প্রকাশ্যে আসার মাস খানেকের মাথায় তাঁরা বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণা-সহ একাধিক অভিযোগ আনেন রাখি। থানাপুলিশ করে আদালত পর্যন্ত করে গড়ায় সেই মামলা। তার পরে আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন রাখি। সেই বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করলেন বলিউডের ‘ড্রামা কুইন’। তবে এখানেই থামেননি রাখি। এ বার আদিলের কাছে নতুন দাবি নিয়ে ক্যামেরার সামনে হাজির তিনি।

বিবাহবিচ্ছেদের পরে খোরপোশ হিসাবে নয়,  রাখির কথায়, ‘‘খোরপোশ আবার কী জিনিস? আমার যে দু’কোটি টাকা ও নিয়েছে, আমি ওকে বলব সেটা ফেরত দিয়ে দিতে। ও তো আমার রোজগার করা টাকায় জীবনযাপন করত, ও কী খোরপোশ দেবে আমায়!’’ পুরো সময় রাখির পাশে ছিলেন তাঁর প্রিয় বন্ধু রাশি।

দিন কয়েক আগেই আইনি মতে বিবাহবিচ্ছেদ হয়েছে রাখির। আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারার আনন্দে লাল লেহঙ্গা পরে ঢোলের তালে নাচও করেছেন রাখি। এখানেই ব্যতিক্রমী তিনি। নিজেকে নিয়ে গর্বিতও বটে। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে তাঁর খোলামেলা স্বীকারোক্তি, ‘‘বিয়ের সানাই তো অনেকেই বাজায়। আমি বিবাহবিচ্ছেদের ঢোল বাজিয়েছি!

Leave A Reply

Your email address will not be published.