The news is by your side.

নেইমার মাঠে ফিরবেন, কবে ফিরবেন !

0 74

 

নেইমার মাঠে ফিরবেন কবে, এ নিয়ে কৌতূহলের শেষ নেই। সমর্থকদের জন্য সুখবর, মাঠে ফিরছেন তিনি। তার মাঠে ফেরার ইঙ্গিত দিলেন আল হিলালের কোচ জেসুস।

চোটের কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। মৌসুমের বেশির ভাগ ম্যাচে ছিলেন দর্শক হয়ে। পুরো মৌসুমে আল হিলালের হয়ে খেলেছেন সৌদি প্রো লীগের ৩টি সহ মোট পাঁচ ম্যাচ।

এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। তাকে ছাড়াই কোপা-২০১৪ এর ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। অবশ্য আগে থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তার না থাকার বিষয়ে।

সৌদি প্রো লিগের আসন্ন মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নেইমারের মাঠে ফেরা নিয়ে আল হিলাল কোচ হোর্হে জেসুস গণমাধ্যমকে বলেন, ‘আমি যত দূর জানি, চোট থেকে নেইমারের সেরে ওঠার জন্য ১০ থেকে ১১ মাস লাগার কথা। আমরা যদি হিসাব করি, তাহলে মৌসুমের শুরু থেকে পাওয়া যাবে না তাকে।

গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পান নেইমার। সেই থেকে আছেন মাঠের বাইরে। এর মধ্যে গত ফেব্রুয়ারি থেকে আল হিলালে যোগ দিয়ে ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত দেখার অপেক্ষা সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন।

 

Leave A Reply

Your email address will not be published.