The news is by your side.

নিয়ম ভেঙে পর্দায় চুম্বনের দৃশ্যে কাজল

0 207

 

কাজল পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করেন না। প্রায় তিন দশক পর এ নিয়ম ভেঙেছেন। সদ্য মুক্তি পাওয়া এক হিন্দি সিরিজে তাঁকে দেখা গেছে চুম্বনের দৃশ্যে, যা বড় চমক হয়ে এসেছে তাঁর ভক্তদের জন্যও।

শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজের দুই পর্বে দুটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন কাজল।

একটি দৃশ্যে তাঁর সহশিল্পী যীশু সেনগুপ্ত, অন্যটিতে আলী খান। সিরিজটি প্রচারের পর কাজলের চুম্বন দৃশ্য নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে। তবে অভিনয়শিল্পী এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

কাজল মন্তব্য না করলেও দৃশ্যটি নিয়ে কথা বলেছেন আলী খান। তিনি এক সাক্ষাৎকারে জানান, একটি বিলাসবহুল হোটেলে শুটিং হয় দৃশ্যটির।

পরিচালক দৃশ্যটি ধারণের সময় খুবই অল্পসংখ্যক কলাকুশলীকে রেখেছিলেন। আলী আরও জানান, কোনো দ্বিধা ছাড়াই দৃশ্যটির শুটিংয়ে অংশ নেন তাঁরা। শুটিংয়ের আগে কয়েকবার অনুশীলনও করেন।

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর প্রেরণায় তৈরি হয়েছে হিন্দি সিরিজ ‘দ্য ট্রায়াল’। এর অন্যতম প্রধান চরিত্র নয়নিকা হিসেবে পর্দায় দেখা গেছে কাজলকে।

কিছুদিন আগেই নেটফ্লিক্সে প্রচারিত অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’র জন্য প্রায় দুই দশকের নিয়ম ভেঙে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তামান্না ভাটিয়া, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Leave A Reply

Your email address will not be published.