The news is by your side.

নিশোর মন্তব্যে এবার ক্ষোভ ঝাড়লেন নিরব

0 115

 

‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছে। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’ ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আফরান নিশো  নিরব ও ইমনের ব্যক্তিগত জীবন নিয়ে এভাবেই বলেন।

নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নিরব হোসাইন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে নিরব বলেন, দেশের প্রতিটি মিডিয়া আমার বিয়ের নিউজ ও দুই সন্তান জন্ম নেওয়ার সংবাদ প্রকাশ করেছে যথাসময়ে। এই বিষয়টি নিয়ে আমি কখনই কোনো লুকোচুরি করিনি। সেটি মিডিয়ার সবাই জানে। আমার ভক্তরাও জানে, আমি আমার পরিবার নিয়ে কতটা ওপেন এবং হ্যাপি। সেটা আমার সোশ্যাল হ্যান্ডেল খুললেও যে কেউ দেখতে পারেন। অথচ আমার সেই সততাকে গলা টিপে ধরল আমারই বন্ধু নিশো। তাও আবার দেশের বাইরের একটা গণমাধ্যমে গিয়ে।

এর পরই আক্ষেপ করে নিশোর ছোড়া ইটের জবাবে পাটকেল মারেন নিরব। এ চলচ্চিত্র অভিনেতা বলেন, অথচ লজ্জার বিষয় আজ আর না বলেও পারছি না, আমার বন্ধু আফরান নিশো কবে বিয়ে করল, কয়টা বাচ্চা হলো; সেটি আমি আজও জানতে পারলাম না। ভক্তরা দূরের কথা, মিডিয়ার তেমন কেউ জানে বলেও আমার মনে হয় না। কারণ আমি ২০ বছরের পুরনো বন্ধু হয়েও জানি না। সেই নিশো এখন যদি অন্যদের ব্যক্তিজীবন নিয়ে ফতোয়া দিয়ে বেড়ায়, তা হলে কেমন লাগে বলেন!

গেল ঈদে বাংলাদেশের মাত্র ২৭টি  প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘সুড়ঙ্গ’। সেই ছবিটিই  এবারের ভারতের পশ্চিমবঙ্গেও মুক্তি  পাচ্ছে। সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় রায়হান রাফী,অভিনেতা আরফান নিশো ও তমা। বৃহস্পতিবার আনন্দবাজারে সিনেমার প্রচারণার অংশ হিসেবে সাক্ষাৎকার দেন নিশো। সেখানে ব্যক্তিগত ও নিজের দর্শন নিয়ে বিষদ কথা বলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.