উরফি জাভেদ, ছকভাঙা পোশাক, সঙ্গে বিতর্কের ককটেল। চেষ্টা করেছিলেন অভিনেত্রী হওয়ার, কিন্তু পসার জমাতে পারেননি। এখন পোশাক নিয়েই যত পরীক্ষা-নিরীক্ষা মডেল উরফির।
তাঁর পোশাক নিয়ে আলোচনা কম, সমালোচনাই বেশি হয়ে থাকে। কখনও ব্লেড, কখনও সেফটিপিন, আবার কখনও অঙ্গে তুলেছেন বস্তা। কটাক্ষ, বিদ্রুপ চলেছে। তবে সে সবে কান দেওয়ার পাত্রী নন তিনি। দেশের বাইরে গিয়ে পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে চরম বিপাকে পড়লেন এই শৌখিনী। পরিস্থিতি এমন যে দুবাই পুলিশের হাতে আটক উরফি জাভেদ।
বেশ কিছু দিন ধরেই দুবাইতে রয়েছেন উরফি। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতেই মরুদেশে পাড়ি দিয়েছেন তিনি। সেখানে কখনও সমুদ্র সৈকতে দেখা গিয়েছে। কখনও আবার নিশিযাপনের নানা ভিডিয়ো পোস্ট করেছেন।
দুবাইতে গিয়ে উরফির অসুস্থার কথা। এ বার নাকি পুলিশের কবলে পড়লেন উরফি। নিজের বানানো একটি পোশাক পরে রিল ভিডিয়ো শুট করছিলেন। তাতেই আপত্তি জানায় পুলিশ। আপত্তির কারণ শুধুই উরফির পোশাক নয়, বরং যে জায়গা ওই ভিডিয়োর শুট হচ্ছিল। সেটি সর্বসাধারণের ব্যবহারের জায়গা। সেখানে ওই পোশাক পরার অনুমতি নেই। সেই কারণে তাঁকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।