The news is by your side.

নির্মাণাধীন ভবন ধসে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

0 203

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চারজন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৪৫ মিনিটে নির্মাণাধীন ভবনের একটি বিম ধসে পড়ে গিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর ওই ভবনের আরও একটি বিম ধসে পড়ে যায়।

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জানান, ওই সময় ১৮জন শ্রমিক ওই ভবনে কাজ করছিলেন। তাদের মধ্যে নয়জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকারীরা পরে দুইজনের মরদেহ উদ্ধার করে। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধ্বংস্তুপে নিখোঁজ চারজনের উদ্ধারের কাজ চলছে। মোহম্মদ ইউসুফ বলেন, উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এখানে যেসকল নির্মাণ শ্রমিকরা কাজ করেন সবাই বাংলাদেশি।

এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টায় বেগ হতে হচ্ছে। এসব ভারি কাঠামো সরাতে আমাদের বড় যন্ত্রপাতি দরকার।

 

Leave A Reply

Your email address will not be published.