বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে তামাশা বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ গায়ের জোরে টিকে থাকতে চায়।
বুধবার (১৯ জুলাই) বিকালে দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে রংপুর বিভাগের পদযাত্রা কর্মসূচির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ২০১৪ ও ১৮ সালের মতো আবারো নির্বাচন করতে চায় বর্তমান সরকার। তা হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই জন্যই বিএনপি সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নেমেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসে এখন আর কাউকে সহ্য করতে পারে না। এমনকি হিরো আলমকেও সহ্য করতে পারছেন না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এখন শুধু বিএনপিকে ভয় পায় না, হিরো আলমের মতো মানুষকেও ভয় পায়। হিরো আলমের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ এখন লজ্জার পাত্রে পরিণত হয়েছে।
তিনি এই পদযাত্রাকে বিজয়যাত্রা হিসেবে আখ্যায়িত করে বলেন, আমাদের আন্দোলন সাফল্যের দিকে, আমরা এখন বিজয়ের পথে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল দিনাজপুরে পদযাত্রায় অংশ নিতে এসে হামলায় যারা আহত হয়েছেন এবং লক্ষ্মীপুরে কৃষক দলের নেতা সজিব হোসেন নিহতের প্রতিবাদে সারা দেশে শোক র্যালি কর্মসূচি ঘোষণা করেন।
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ আরও অনেকে।