যারা নির্বাচন প্রতিহতের কথা বলছেন, তাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, আপনারা নির্বাচনে অংশ না নিতে চাইলে সেটি আপনাদের ব্যাপার। কিন্তু নির্বাচন বন্ধ করার, নির্বাচন হতে দেবেন না বলার শক্তি আপনাদের নেই। যদি আপনারা সেই পথে হাঁটেন তাহলে যতগুলো নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, সেটি আপনাদের বিরুদ্ধে বাস্তবায়ন হবে। মার্কিন সরকার বলছে, যারা নির্বাচনে বাধা দেবে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হবে। তাই যারা এ কথাটা বলছেন তাদের তালিকা করা হচ্ছে, সেটি মার্কিন সরকারকে দেওয়া হবে, যাতে তাদের ভিসা বাতিল করা হয়।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বিএনপি যতই নির্বাচন বর্জনের কথা বলুক না কেন, তারা কিন্তু ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের কাজ, সংগঠনকে শক্তিশালী এবং নির্বাচনের জন্য কাজ করা।
নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহের বিষয়ে তিনি বলেন, বিদেশিরা কী চায়? তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচনের বেস্ট প্রক্রিয়া হচ্ছে ইভিএম।’ ইতোমধ্যে এটি প্রমাণিত হয়েছে। কিন্তু বিএনপি বললো, এটা তারা মানে না। সঙ্গে সঙ্গে বিদেশিরাও বললো, ‘ওনারা যখন ইভিএম চাচ্ছেন না তাই এটা বাদ দেয়া হোক।’
জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রমুখ।