The news is by your side.

নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির বৈঠক, সব দলের অংশগ্রহণ দেখতে চায় যুক্তরাষ্ট্র

0 136

 

সাংবিধানিকভাবে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় সফররত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন পর্যবেক্ষক টেরি এল এসলি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

টেরি এল এসলি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। তারপরও সংবিধানে বিদ্যমান ব্যবস্থার মধ্যেই বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা করি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচন কমিশন সেই বিষয়ে আশ্বস্ত করেছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এলে তাদের কোনো আপত্তি নেই। বরং সকল সহযোগিতা দেওয়া হবে।

এর আগে, এদিন সকালে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।

বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়াল, ইসি আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম অংশ নেন।

এর আগে গত ১১ জুলাই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক অনুসন্ধানী দল। ইসির সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো হিল্লেরির নেতৃত্বে প্রতিনিধিদলটি অংশ নেয়।

Leave A Reply

Your email address will not be published.