The news is by your side.

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই : পররাষ্ট্রমন্ত্রী

0 111

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয় সেজন্য বহির্বিশ্ব সহায়ক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। সেই সঙ্গে তারা চায় নির্বাচন যেন নন-ভায়োলেন্স হয়। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে। সুতরাং আমরা নিজেদের চাপে আছি।

বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। জনগণের রায় আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় বিএনপি যে কাজ করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট নয়। কারণ, যুক্তরাষ্ট্রও জ্বালাও-পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। আমার ধারণা, যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছ থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মনস্তাত্ত্বিক কোনো পার্থক্য নেই।

Leave A Reply

Your email address will not be published.