The news is by your side.

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আশাবাদী জাপান

0 115

জাপান আশা করে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। নির্বাচন নিয়ে দেশটির অবস্থান হচ্ছে— অহিংস ও শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে সব প্রধান দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর জাপান দূতাবাস সহিংসতা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। এটি ব্যতিক্রমধর্মী ঘটনা। কারণ, জাপান কোনও দেশের নির্বাচনের পর বিবৃতি দেয় না।’

তিন বছর ধরে বাংলাদেশে কর্মরত ইতো নাওকি বলেন, ‘আমি শুনেছি, পুলিশ নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে ফেলেছে। আমি অন্য কোনও দেশে এ ধরনের উদাহরণ শুনিনি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি উচিত নয়।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন, সরকার বলছে— তারা সুষ্ঠু নির্বাচন করবে। আমি আশা করি, সব বৃহৎ দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

Leave A Reply

Your email address will not be published.