The news is by your side.

নির্বাচনে সহিংসতার আশংকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন মার্কিন প্রতিনিধি দলের

0 110

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনে সহিংসতা হবে কি না? প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবো কি না এবং তাদের প্রচার-প্রচারণা চালাতে পারবেন কি না? মার্কিন পর্যবেক্ষক দল তা জানতে চেয়েছে।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পর্যবেক্ষক দল জানতে চেয়েছে নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কি না? প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে কি না এবং নিরাপত্তা দেওয়া যাবে কি না? আমরা বলেছি, নির্বাচন আমাদের দেশে একটি উৎসবের মতো। এখানে সবাই সবার মতো প্রচার-প্রচারণা চালাতে পারেন। আমাদের দেশের মানুষ শান্তি চায়। আমাদের যেসব বাহিনী আছে, তারা খুবই প্রশিক্ষিত ও সবকিছু ভালোভাবে জানে। কাজেই অসুবিধা হবে বলে মনে করছি না।

নির্বাচন পর্যবেক্ষণে মার্কিন প্রতিনিধি দল আসবে কিনা এ বিষয়ে মন্ত্রী বলেন, আমরা জানি না। সেটা তাদের বিষয়। তবে‌ সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে জন্য আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা একটা সুন্দর নির্বাচন চায়, যা আমরাও চাই। আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি হলো, একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা। এ জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে। আমরা সেটাই মনে করি। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

Leave A Reply

Your email address will not be published.