The news is by your side.

নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ : তামান্না ভাটিয়া

0 117

সুদর্শনা অভিনেত্রী হিসেবে পরিচিত তামান্না ভাটিয়া। দক্ষিণের ‘বাহুবলী’ খ্যাত এ নায়িকা কাজ করেন বলিউডেও। সাম্প্রতিক সময়ে অবশ্য কাজের চেয়ে প্রেম বিষয়ক গুঞ্জনে বেশি চর্চায় রয়েছেন তিনি। অভিনেতা বিজয় বার্মার সঙ্গে তার অন্তরঙ্গ ছবি-ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘সেলফ লাভ’ তথা নিজেকে ভালোবাসার বার্তা দিলেন তামান্না। জানালেন, তিনি নিজেকে ভালোবাসেন এবং প্রত্যেক তরুণীর এটাই করা উচিত। যদিও তামান্নার পরামর্শমূলক বার্তাটি ছিলো মূলত ত্বক বিষয়ে। নারীরা বরাবরই নিজের ত্বক নিয়ে অসন্তুষ্ট থাকেন। যেটা মোটেও উচিত নয় বলে মনে করেন তামান্না।

মেকআপ ও ফিল্টার ছাড়া একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। তাতে বলেছেন, ‘এই সময়ে নিজেকে ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেমনই হই না কেন, সেভাবেই নিজেকে ভালোবাসি। কারণ আমি কে, দেখতে কেমন, সেটার জন্য এই ভালোবাসা হারিয়ে যাবে না। আমি এটা অনুভব করি। এজন্য শুধু কাজ করতে বেরিয়ে পড়ি এবং সুন্দর একটি দিন কাটাই।’

তরুণীদের উদ্দেশ্যে তামান্নার বার্তা, ‘সবাইকে ভালোবাসা পাঠাচ্ছি। বিশেষ করে তরুণীদের, যারা নিজেদের ত্বক দেখে মন খারাপ করো। এটা সবার সঙ্গেই হয়। আসলে মানুষ হওয়াটাই বড় ব্যাপার। এজন্য নিজেকেই ভালোবাসুন।’

তামান্না ভাটিয়াকে সর্বশেষ দেখা গেছে তেলুগু ছবি ‘গুর্থুন্ডা সীথাকালাম’-এ। গেলো বছরের ৯ ডিসেম্বর এটি মুক্তি পেয়েছিল। বর্তমানে তার হাতে ‘ভোলা শংকর’, ‘জেইলার’, ‘বান্দ্রা’, ‘বোলে চুড়িয়া’সহ বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। এছাড়া বলিউডের আলোচিত অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’র দ্বিতীয় পর্বেও থাকছেন তিনি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.