সন্তানের জন্মদানের পর আর দশজন নারীর মতই ওজন বেড়ে গিয়েছিল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের। তবে তিনি ২০ কেজি ওজন ঝরিয়েছেন। সম্প্রতি সন্তান জন্মের পর নিজের মন এবং শরীরের যত্ন নেয়ার প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও শেয়ার করেছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওজন ঝরানোর পর নিজের ফিট শরীরের একটি মিরর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টে সোনম লিখেছেন, ‘কী দারুণ। ২০ কেজি কমেছে। আরও ৬ কমাতে হবে।’ পোস্টে অভিনেত্রী আরও লিখেছেন, ‘নিজেকে খুঁজে পেতে আমার ১৬ মাস সময় লেগেছে। ধীরে ধীরে কোনো ক্রাশ ডায়েট এবং কঠিন ওয়ার্কআউট ছাড়াই নিজের এবং সন্তানের যত্ন নিয়ে এই পর্যায়ে এসেছি।
এখনও পুরোপুরি লক্ষ্যে না পৌঁছালেও প্রায় পৌঁছে গেছি। নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ, এটি কী যে দারুণ।’
সোনম কাপুরকে শেষ দেখা গেছে ওটিটির ‘ব্লাইন্ড’ ছবিতে। আবার কাজে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। ২০১৮ সালে ব্যবসায়ী এবং প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেছিলেন সোনম। ২০২২ সালের ২০ আগস্টে তাদের প্রথম সন্তানের জন্ম হয়।