নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। মঙ্গলবার (৬ জুন) তেহরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার উপস্থিতিতে আধুনিক ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
বাহিনীটির দাবি, এটি সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে শত্রুরা এখন কয়েকবার চিন্তা করবে ।
ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। এ ক্ষেপণাস্ত্র শব্দের গতির তুলনায় পাঁচগুণ গতিতে চলতে পারে। ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারের জন্য এটিকে শনাক্ত করা একপ্রকার দুঃসাধ্যই বলা চলে। ১৪শ কিলোমিটার দূরের যেকোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এ হাইপারসনিক মিসাইল।