The news is by your side.

নিকোটিনের ধোঁয়ায় হারিয়ে  গেছেন পরীমণি

0 714

 

 

 

নিজের ফেসবুকে বেশ হট একটি ছবি শেয়ার দেন পরীমণি। দেখা যাচ্ছে বামহাতে সিগারেট নিয়ে সেই নিকোটিনের ধোঁয়ায় কোথায় যেন হারিয়ে গেছেন তিনি! উষ্ণ বসনের এই ছবিটিতে নেটিজেনরা আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন।

ছবির ক্যাপশনে পরী লিখেন, ‘সাধারণত মানুষকে আমি প্রাপ্যর চেয়ে বেশি দেই’!

চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পরী-সিয়াম অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।

রূপে, গুণে ও অভিনয়ে সব কিছুতেই অনন্যা বাংলা চলচ্চিত্রের পরীমণি। নিজের মেধা দিয়ে জয় করে নিয়েছেন শত শত ভক্তের মন। তাইতো পরীর নামে যেন হুমড়ি খেয়ে পড়ে দর্শক বা ভক্তরা।

পরী সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.