The news is by your side.

নিউইয়র্ক সিটি নির্বাচন:  মেয়র হিসেবে জোহরান মামদানিকে অ্যাসালের সমর্থন

0 67

জান্নাতুল ফেরদৌস, নিউইয়র্ক

আসন্ন সিটি নির্বাচনে জয়ি হলে বাংলাদেশিসহ সাউথ এশিয়ান মুসলিম কমিউনিটির জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের সম্ভাব্য  মেয়র জোহরান মামদানি। একই অঙ্গীকার ব্যক্ত করেছেন পাবলিক অ্যাডভোকেট, কম্পট্রোলার, কাউন্সিল মেম্বার প্রার্থীরা।

রবিবার নিউ ইয়র্কের ব্রুকলিনে কেনসিংটন প্লাজায় অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার অ্যাসাল আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা।  আয়জকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনিতিতে বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতেই এ আয়োজন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী।   এসময় গনতান্ত্রিক উত্তরনে আমেরিকান মূল্যবোধকে প্রাধান্য দিয়ে প্রার্থী নিরবাচনের উপর গুরুত্বারপ করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নিয়ে সিটি নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী  বাংলাদেশি বংশোদ্ভূত  শাহানা হানিফ আমেরিকার অর্থনিতিতে অভিবাসি শ্রমজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষের অবদান শ্রদ্ধাভরে স্মরন করেন। এসময় অভিবাসিদের কল্যানে যোগ্য প্রার্থী নির্বাচনে সকলকে ভোটদানের আহবান জানান তিনি।

কম্পট্রলার প্রার্থী জাস্টিন ব্রানান কমিউনিটিকে বাগানের সাথে তুলনা করে বলেন এটিকে সুন্দর রাখতে নিয়মিত পরিচর্যার প্রয়োজন এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সেটি করা সম্ভব বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাব্লিক এডভোকেট পদে প্রতিদ্বন্দিতাকারি জুমান উইলিয়ামস। তিনি জননিরাপত্তা এবং জনগনের ক্রয়ক্ষমতা নিশ্চিত না করায় বর্তমান মেয়রের তিব্র সমালচনা করেন এবং প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করবেন।

মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি অ্যাসালের সমর্থনকে স্বাগত জানান। এসময় নিউইয়র্কবাসির মেডিকেইড ও পাব্লিক সেক্টরের পেনশনসহ বিভিন্ন নাগরিক সুবিধা হ্রাসে গভর্নর ক্যাথি হকুলের তীব্র সমালচনা করেন তিনি। এসময় প্রতিটি নিউইয়র্কবাসির মর্যাদা ও সমতাবিধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জোহরান মামদানি।

সমাপনি বক্তব্যে অ্যাসালের প্রতিষ্ঠাতা ও জাতীয় প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন সাউথ এশিয়ান মুসলিম কমিউনিটির কল্যানে নিউইয়র্কের যোগ্য মেয়র হিসেবে জোহরান মামদানিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান সবাইকে।

 

Leave A Reply

Your email address will not be published.