জান্নাতুল ফেরদৌস, নিউইয়র্ক
বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য – বাংলা নববর্ষ উদযাপন। পুরো বৈশাখ মাস জুড়ে নিউইয়র্কের বিভিন্ন জায়গায় চলছে বাংলা নতুন বছর ১৪৩২ বরণ করে নেওয়ার উৎসব। এরই অংশ হিসেবে শনিবার জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ডায়াসপোরা ইউএসএ ইঙ্ক আয়োজন করে বৈশাখী উৎসবের।
আবহমান লোকসংস্কৃতির ঐতিহ্যে বর্ষবরণ উৎসবে মেতে উঠতে বৈশাখের রঙ্গে রঙ্গিন হয়ে সবাই হাজির হন জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। চটপটি, ফুচকা আর ঝাল্মুড়ির সাথে সবাই মেতে ওঠেন আড্ডায়। বাঙ্গালিদের এই মিলন মেলায় জ্যামাইকার পারফর্মিং আর্টস সেন্টার যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।
বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাঙ্গালীর মননে নিত্য লালিত হয় বাংলা সংস্কৃতি আর তার সমৃদ্ধ ঐতিহ্য। তাইতো মনোরম পরিবেশে ষোল আনা বাঙ্গালিয়ানার এ আয়োজনে অভিভুত প্রবাসি বাংলাদেশিরা।
জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের এ বৈশাখী মেলায় নানা ধরনের হস্তশিল্প প্রদর্শিত হয়। বৈশাখি মেলায় অংশগ্রহণকারীরা জানান, “নিজের চেষ্টা আর সাধনায় শৈল্পিক চর্চাকে প্রবাসের বুকে তুলে ধরাটাও অত্যন্ত গর্বের। ”
চিরায়ত বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে সন্তানদের নিয়ে অনেক পিতামাতা হাজির হন উতসবে। আয়োজক সংগঠন ডায়াসপোরার সভাপতি ডা. প্রতাপ দাস জানান, “নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি বাংলা সংস্কৃতি যারা নিত্য মননে লালন করে বেড়ে উঠেছেন তারাও যেন পরিতৃপ্ত হতে পারেন সেই উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন। ”
একই সময়ে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের অডিটরিয়ামে চলে সাংস্কৃতিক পরিবেশনা। নাচে, গানে আর কবিতা আবৃত্তিতে তুলে ধরা হয় চিরায়ত বাংলার শ্বাসত ঐতিহ্যকে।