The news is by your side.

নিউইয়র্কে রিয়েল এস্টেট এক্সপো

0 40

বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক

নিউইয়র্কের লা গোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই) এর উদ্যোগে আয়োজিত  এই “রিয়েল এস্টেট এক্সপো”তে  ১০০ জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও ৬০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

শুধু বাড়ি ক্রয়ই নয়, প্রবাসী বাংলাদেশিরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে সেই সুযোগ নিয়ে এক্সপতে হাজির হয়েছিলো গোল্ড স্যান্ডস গ্রুপ ।

এক্সপতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিভিন্ন কোম্পানির স্টলে ঘুরে ঘুরে বাড়ি ক্রয় বিক্রয়ের তথ্য সংগ্রহ করেন তারা।

এক্সপোতে ইসলামিক শরিয়া-সম্মত গৃহঋণ, সরকারি অনুদান এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকায় তা ইসলামিক ফাইন্যান্সের প্রতি অনেককেই আকৃষ্ট করছে বলে জানান এলহাম একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মাদ শহিদুল্লাহ।

বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ এবং নতুন ক্রেতাদের জন্য হোম অউনারশিপ গাইড প্রদান করা হবে। আয়োজকদের মতে, এটি শুধু বাড়ি কেনাবেচার মঞ্চ নয়, বরং রিয়েল এস্টেট সেক্টরে সচেতনতা তৈরির একটি উদ্যোগ।

অনুষ্ঠানে কর্পোরেট স্পন্সর হিসেবে অংশগ্রহন করে আশা গ্রুপ অব কোম্পানির সিস্টার কনসারন কি ম্যাক্স রিয়েলটি । বাড়ি ক্রয়ের ক্ষেত্রে যাবতীয় প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে পাওয়া ক্রেতাদের জন্য ননন্য সুযোগ বলে মনে করেন কি ম্যাক্স রিয়েলটির ব্রোকার মোহাম্মাদ কবির।

এক্সপতে উপস্থিত হয়ে আশা গ্রুপ অব কম্পানিজ এর প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান আশা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশীসহ সকল কমিউনিটির জন্য রিয়েল এস্টেট বাজার আরও সম্প্রসারিত এবং সহজলভ্য হবে। সেই সাথে এসিএন কেবল নেটওয়ার্ক নিয়েও কথা বলেন তিনি।

সংবাদ ও বিনোদন ভিত্তিক চ্যানেল এটিভি ইউএসএ’র কার্যক্রম নিয়ে এক্সপোতে অংশগ্রহণকারীদের কৌতুহলের কমতি ছিলোনা। এসময় অনেকেই সংগ্রহ করেন এসিএন ক্যাবল নেটওয়ার্কের বক্স। মেলা উপলক্ষে ক্রেতাদের বিশেষ ছাড় দেয়  এসিএন ক্যাবল নেটওয়ার্ক।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.