জান্নাতুল ফেরদৌস, নিউইয়র্ক
নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স এর উদ্যোগে নিউইয়র্কের আলবানিতে আগামি ২৮ ও ২৯ জুন দুই দিনব্যাপি অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স । আয়োজনের রুপরেখা তুলে ধরতে জ্যাক্সন হাইটস এর একটি পার্টি শনিবার সংবাদ সম্মেলন করে সংগঠনটি ।
সুফি সুন্নি মতাদর্শ নিয়ে আমেরিকাসহ বিশ্বের মুসলিম উম্মাহর কল্যানে নানামুখি কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স । তারই ধারাবাহিকতায় সংগঠনটি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স ।
সংবাদ সম্মেলনে কনফারেন্সের বিস্তারিত তুলে ধরেন আল্লামা সাইফুল আজম আল আজহারি। তিনি বলেন, “আন্তর্জাতিক এই ইসলামিক কনফারেন্সে গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলারগন আলোচনা করবেন। জেনারেল সেশনের পাশাপাশি এই কনফারেন্সে থাকবে তরুন প্রজন্ম এবং মহিলাদের জন্য আলাদা সেশন। যেখানে জীবন ঘনিষ্ঠ নানা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবেন অংশগ্রহণকারিরা। ”
সংবাদ সম্মেলনে জানানো হয় আগামি ২৮ ও ২৯ জুন নিউইয়র্কের আলবানিতে অনুষ্ঠিতব্য এ কনফারেন্সের মুল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলের প্রেমময় পথ নির্দেশকে তুলে ধরে ইসলাম সম্পর্কে সকল নেতিবাচক ধারনার পরিবর্তন আনা।
কনফারেন্সে অংশ নেওয়ার নির্দেশাবলী এবং আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয়, খাবার, রিফ্রেশমেন্টসহ জন প্রতি রেজিস্ট্রেশন ফি ৭৫ ডলার। তবে ফ্যামিলি প্যাকেজে আরও কম পড়বে। কনফারেন্স চলাকালীন আবাসনের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে প্রায় আড়াই হাজার মানুষ এই কনফারেন্সে অংশ নেবেন।
সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ি এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।