নিজস্ব প্রতিবেদক
সন্দেশ প্রকাশনীর স্বত্বাধিকারী লুৎফুর রহমান চৌধুরী আর নেই। আজ সকালে রাজধানীর মগবাজারে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির পরিচালক লুৎফুর রহমান চৌধুরী দেশের প্রকাশনা শিল্পে ইতিবাচক পরিবর্তন আনার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে আসছিলেন।
বিদেশি লেখক এবং তাদের লেখনি সম্পর্কে দেশের পাঠকদের মধ্যে আগ্রহ সৃষ্টির উদ্যোগ হিসেবে সন্দেশ প্রকাশনী থেকে তিনি মূলত অনুবাদের বই বেশি প্রকাশ করেছেন।
লুৎফুর রহমান চৌধুরীর মৃত্যুতে দেশের প্রকাশনা জগতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল হক।
লুৎফুর রহমান চৌধুরীর মূল আড্ডার কেন্দ্রস্থল ছিল কাটাবন কনকড এম্পরিয়াম শপিং কমপ্লেক্স। তার মৃত্যুতে কাটাবন এলাকার প্রকাশক লেখক ও পাঠকরা শোক ও সমবেদনা প্রকাশ করেন।