The news is by your side.

নায়িকা আঁচল দিলেন বিয়ের খবর !

0 124

ঢাকাই সিনেমা দেখেন কিন্তু আঁচলকে চেনেন না, তেমন দর্শক পাওয়া কঠিন হবে। নায়িকা হিসেবে আঁচলের অবস্থান বেশ স্পষ্ট ও উজ্জ্বল হলেও গেল কয়েক বছর তার ক্যারিয়ারে নেমে আসে ছন্দপতন। অথচ শাকিব খানের এই নায়িকার শুরুটা ছিল সাফল্যে গাঁথা। সেই নায়িকা অনেকটা আড়ালে গিয়ে সংসার জীবনের নায়ক হিসেবে বেছে নিলেন এক তরুণ কণ্ঠশিল্পীকে।   নাম সৈয়দ অমি।

অমিকে নিয়ে গেলো এক বছর ধরে জোর গুঞ্জন ছিল, আঁচলের প্রেমিক তিনি। মূলত সেই গুঞ্জনের জবাব দিতে গিয়েই আঁচল জানালেন, অমি তার প্রেমিক নন, স্বামী! ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। নায়িকার দাবি, বিয়ের খবরটি প্রকাশ না পেলেও তাদের কাছের সবাই জানতো।

আঁচল বলেন, ‘অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি ও আয়োজনেই হয়েছে। আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছা আছে।’

২০২০ সালের ডিসেম্বরে পরিচয় হয় আঁচল-অমির। তখন ‘ও জান রে’ গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় তাদের। এরপর আরও কয়েকবার কথা হয় শুটিং বিষয়ে। তারপর ২০২১ সালের জানুয়ারিতে শুটিং হয় গানটির। যা প্রকাশ হয় ওই মাসেই। গানটি ভালো সাড়াও পায় শ্রোতামহলে। মূলত এই সাড়া পেয়েই আঁচলকে ধন্যবাদ জানান এবং ট্রিট দেওয়ার অফার করেন অমি। আঁচলের ভাষ্যে, ‘ট্রিট নিয়েছি আমি। সেখানেই ও আমাকে বিয়ের প্রস্তাব করে। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের।’

২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে সাফল্য পান আঁচল। এক যুগের ক্যারিয়ারে কাজ করেন শাকিব খান, আরিফিন শুভর বিপরীতেও।

 

Leave A Reply

Your email address will not be published.