হলুদ রঙের ছোট পোশাক পরে সোফায় বসে আছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা আশু রেড্ডি। মাঝে মাঝে হুক্কায় টান দিচ্ছেন তিনি। তার পেছনেই সাজানো অনেকগুলো মদের বোতল। অন্যদিকে অভিনেত্রীর পায়ের সামনে মেঝেতে বসে আছেন জনপ্রিয় ও বিতর্কিত নির্মাতা রামগোপাল ভার্মা।
দেখলেই বোঝা যাচ্ছে যে মাতাল হয়ে আছেন তিনি। এমন অবস্থাতেই নায়িকার কালো রঙের জুতো খুলে দিলেন তিনি। তার পরে চুমু খেলেন সেই পায়ে। এখানেই শেষ নয়, নায়িকার থেকে অনুমতি নিয়ে আরও কিছু আপত্তিকর কাণ্ড ঘটালেন তিনি।
এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মজা করছেন, আবার অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।
বিতর্কের সব কিছু উড়িয়ে দিয়ে নির্মাতা এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি মাঝে মাঝে বুঝতে পারি না সামাজিক যোগাযোগমাধ্যমে আসলে কারা ব্যবহার করেন। কেনই বা ব্যবহার করেন। আমি আসলে খুব সুন্দর বার্তা দিতে চেয়েছি এই ভিডিওর মাধ্যমে।’
তিনি আরও বলেন, ‘নারীরা সম্মানের, তাদের কীভাবে সম্মান করতে হয় এটাই ছিল আমার ভিডিওর বার্তা। অথচ এটাকে বিতর্কের কোন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এসব ঠিক না। সব কিছু সবার জন্য নয়, আমি এটাই বুঝি।’
১ ঘণ্টা ২৩ মিনিটের এই ভিডিওর ১ ঘণ্টা ১৯ মিনিটে রয়েছে সেই চুমুর দৃশ্যে। যা নিয়ে চলে বিতর্ক।
একসময় ‘রঙ্গিলা, ‘সত্য’, ‘সরকার’, ‘কোম্পানি’র মতো হিট ছবি বানিয়েছেন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পরিচিত নাম তিনি। আবার নিজের ক্যারিয়ারে বেশ কিছু ফ্লপ ছবির কারণেও খবরে শিরোনামে উঠে এসেছেন রামগোপাল ভার্মা।