The news is by your side.

নাশকতার দায়ে বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪

0 149

 

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতি সাধন ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গোপন বৈঠকের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীসহ  ৩৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার (৩১ জুলাই) পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তাহিরপুর বাজারের নৌকা ঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ২৬ শিক্ষার্থী ও তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরও ৮ শিক্ষার্থীসহ ৩৪ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরের ঘুরতে যান। টাঙ্গুয়ার হাওরে ঘুরার পর দুপুরের দিকে পাটলাই নদী দিয়ে জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটি বৈঠক চলে।

পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তাহিরপুরের নতুন বাজারের সামনে নৌকাটি আসলে পুলিশ পর্যটকবাহী নৌকাটি থামিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। দীর্ঘ ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকালে এসআই রাশেদুল কবীর বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

Leave A Reply

Your email address will not be published.