The news is by your side.

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনের বাড়িতে মির্জা ফখরুল

0 153

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুবদল কর্মী শাওন হত্যা—এটা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, একটি আদর্শকে হত্যা, গণতন্ত্র ও মানুষের স্বপ্নকে হত্যা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের নবীনগর এলাকায় নিহত যুবদল কর্মী শাওনের বাড়িতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‘শাওন বিএনপির কর্মী না’—পুলিশের এমন দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তারা। শাওন যুবদলের কর্মী, এটা সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে।

এর আগে মির্জা ফখরুল উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার ভাই শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই শাওনের আত্মত্যাগ এ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। এই আন্দোলনকে আরও বেগবান করবে।

বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা কখনো সন্ত্রাস ও ভায়েলেন্সে বিশ্বাস করি না। পুলিশ ভাই ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের শত্রু নন। আপনারা এই দেশের সন্তান। দেশের স্বাধীনতাকে রক্ষা করা আপনাদেরও দায়িত্ব। শুধু আওয়ামী লীগের কথা শুনে নিরীহ জনগণের ওপর গুলি করা আপনাদের দায়িত্ব নয়। আমরা অনুরোধ করব, আপনারা অন্যায় কোনো হুকুম মানবেন না। এই হত্যা হচ্ছে, এই হত্যার জন্য একদিন না একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই অনুরোধ করব, অন্যায়ভাবে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করবেন না।’

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত শাওনের মা ফরিদা বেগমের সঙ্গে কথা বলেন এবং সহানুভূতি প্রকাশ করেন। পরে নিহত শাওনের ভাই ফরহাদ হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালামসহ জেলা বিএনপির নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.