The news is by your side.

নাম নয়, নিজের চরিত্র বদলান: নেতিবাচক মন্তব্য জ্যাকুলিয়েনের ইনস্টাগ্রামে

0 141

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সুকেশের অর্থ তছরুপের মামলায় নাম জাড়ানোর পর থেকেই যা দিনদিন বেড়েই চলছে। দেশ ছাড়াও ওপরও ছিল নিষেধাজ্ঞা। এছাড়া তার শেষ মুক্তি পাওয়া ‘রাম সেতু’ ও ‘সার্কাস’ সিনেমা দুটিও বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি। সব মিলিয়ে অনেকটাই হতাশায় দিন কাটছে এই অভিনেত্রীর।

কিছুদিন আগে কাজের প্রয়োজনে দেশ ছাড়ার অনুমতি পেয়েছে তিনি। পাশাপাশি কাজ করছেন ‘ক্রাক’, ‘ফতেহ’সহ একাধিক সিনেমায়। বলা চলে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তবে এরইমাঝে আবারও নেতিবাচক আলোচনায় শিরোনামের এলেন জ্যাকুলিন।

নিজের নামের সঙ্গে একটি অতিরিক্ত বর্ণ যোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন এ অভিনেত্রী। তিনি তার নামের সাথে একটি অতিরিক্ত ‘ই’ যোগ করেছেন। ফলে তিনি এখন জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে জ্যাকুলিয়েন ফার্নান্দেজ হয়েছে। আর এতেই নেটদুনিয়ায় হাসির খোরাকে পরিণত হয়েছেন তিনি। নানা কুরুচিকর মন্তব্যও করছেন অনেকে। একজন লিখেছেন, নাম নয়, নিজের চরিত্র বদলান।’

আরেকজন লিখেছেন, ‘আপনার আগের নাম উচ্চারণ কঠিন ছিল কী? যে কারণে নামের সঙ্গে নতুন চিঠি যুক্ত করেছেন। অন্যজন লিখেছেন, ‘নাম দিয়ে নয়, কাজ দিয়ে মানুষের মনে জায়গা তৈরি করুন।’—এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য ভরে গেছে জ্যাকুলিয়েনের ইনস্টাগ্রাম।

 

 

Leave A Reply

Your email address will not be published.