The news is by your side.

নাতাশা ৩-৪ বার রিজেক্ট করেছিল, হাল ছাড়িনি: বরুণ

0 544

 

বছর শেষেই তাঁর বিয়ের খবর শোনা যাচ্ছিল। অতিমারির কারণে সে সব আপাতত মুলতুবি। তবে বরুণ ধওয়ন যে প্রেমিকা নাতাশা দালালের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান, তা এ বার স্পষ্ট করে বললেন। করিনা কপূর খানের রেডিয়ো শোয়ে এসেছিলেন বরুণ। সেখানেই তাঁর ছোটবেলার প্রেম নাতাশা সম্পর্কে অনেক কথাই শেয়ার করেন। কী ভাবে তিনি প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সে কথাও ফাঁস করেছেন অভিনেতা।

ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই বরুণ-নাতাশা একে অপরকে চেনেন। কিন্তু তখন তাঁরা নিছকই বন্ধু। বরুণ বলছেন, ‘‘ক্লাস টুয়েলভে পড়ার সময়ে নাতাশার প্রেমে পড়ি। বাস্কেটবল ম্যাচের প্র্যাকটিসের সময়ে নাতাশা দূর থেকে হেঁটে আসছিল। তখনই প্রথম প্রেম অনুভব করেছিলাম।’’ পর্দায় নায়িকাদের মন জয় করতে অভিনেতার জুড়ি নেই। কিন্তু বাস্তবের প্রেমিকাকে রাজি করাতে বেগ পেতে হয়েছে। ‘‘নাতাশা ৩-৪ বার রিজেক্ট করেছিল। তবে হাল ছাড়িনি,’’ বরুণের স্বীকারোক্তি। এ বছর নাতাশা করওয়া চৌথ পালন করেছেন। তার পরই বিয়ের খবর আরও জোরালো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.