The news is by your side.

নাগার ঘড়ির মূল্যে বিস্মিত নেটিজেনরা

0 119

ভারতীয় তারকাদের জীবন মানেই বিলাসবহুল। বিশেষ করে অভিনয়শিল্পীদের গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি রয়েছে আলাদা আকর্ষণ। বাজারে নতুন মডেলের কোনো গাড়ি বা বাইক এলেই সেটা সংগ্রহে রাখার চেষ্টা করেন তারা।

অন্য সবার মতো পিছিয়ে নেই দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যও। তারও বিলাসবহুল বাড়ি-গাড়ির প্রতি আকর্ষণ কম নয়।

এবার অভিনেতার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ, ঘড়িটির দাম জানলে বিস্মিত হবে অনেকেই। দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় নাগার একটি ছবি ভেসে বেড়াচ্ছে।

ওই ছবিতে দেখা যায়, বেশ হাস্যোজ্জ্বলভাবেই ধরা দিয়েছেন নাগা। অভিনেতার পরনে রয়েছে কফি রঙের টি-শার্ট। আর তার বা হাতে শোভা পাচ্ছে একটি ঘড়ি। আর সেই ঘড়িতে চোখ আটকে গেছে নেটিজেনদের।

ভারতীয় গণমাধ্যম জানায়, ঘড়িটি নামকরা ‘রিচার্ড মিলে’ ব্র্যান্ডের। আরএম ০৩০ মডেলের এই ঘড়িটির মূল্য ১ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৫৮০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪৯ লাখ টাকার বেশি।

ইতোমধ্যে ঘড়িটির এত মূল্য দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এত টাকা কোথায় পান? কেউ লিখেছেন, এই অর্থ অসংখ্য মানুষের এক জীবনের আয়।

Leave A Reply

Your email address will not be published.