The news is by your side.

নাক ভেঙে গেছে এমবাপ্পের

0 100

 

ইউরো ২০২৪ এ শুভসূচনা করেছে কাতার বিশ্বকাপের রানার্সআপ ও এবারের আসরের হট ফেবারিট ফ্রান্স। ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেয়েছে ফ্রান্স। জয় পেলেও উদ্বোধনী ম্যাচেই ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর রক্তাক্ত নাকে মাঠ থেকে উঠে গেছেন এমবাপ্পে। তবে ফ্রান্সের তারকা স্ট্রাইকারের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ইএসপিএনকে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। মাস্ক পরে এমবাপ্পে মাঠে ফিরবেন বলে জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

সোমবার (১৭ জুন) ডুসেলডর্ফ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ৮৬ মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন ডানসোর সঙ্গে এরিয়াল ডুয়েলের সময় ধাক্কা লাগে এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এমবাপ্পের।

এই সংঘর্ষের পর ২৫ বছর বয়সী এমবাপ্পেকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করা হয়। ফিনকি দিয়ে নাক থেকে রক্ত পড়ছিল তার। দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয়। স্থানীয় হাসপাতালে এক্স-রে করে নিশ্চিত হওয়া যায় এমবাপ্পের ইনজুরির ব্যাপারে। স্থানীয় সময় রাত ১টার দিকে হাসপাতাল ছেড়ে দলের সঙ্গে যোগ দেন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি জানিয়েছেন, নতুন পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফরা মনে করছেন এমবাপ্পের নাকে ‘অস্ত্রোপচারের প্রয়োজন নেই’।

টুর্নামেন্টের বাকি অংশে ফিরতে তিনি একটি মুখোশ পরে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে ফ্রান্স।

এমবাপ্পের এই ইনজুরিকে বড় ক্ষতি বলে মনে করছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ম্যাচের শেষে তাৎক্ষনিকভাবে তিনি বলেন, ‘তাকে দেখে ভালো লাগছে না। সে মেডিকেল স্টাফদের সঙ্গে আছে এবং আমার কাছে অসংখ্য প্রশ্ন আসছে এখানে আসার আগেই, তাই আমি এই মুহূর্তে এর বেশিকিছু বলতে পারছি না। তবে তার নাকে বাজেভাবে আঘাত লেগেছে, এটা নিশ্চিত। আমাদের এটা যাচাই করে দেখতে হবে, তবে এটা জটিল মনে হচ্ছে, যেটা আজ রাতে আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার।’

আগামী শুক্রবার লাইপজিগে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স।

Leave A Reply

Your email address will not be published.