The news is by your side.

নলছিটিতে শিশু ধর্ষক আটক

0 207

 

বরিশাল অফিস

নলছিটিতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ আসলাম ওরফে রাজু মৃধা নামে এক যুবক কে আটক করেছে স্থানীয় থানা পুলিশ।

আটককৃত রাজু মৃধা স্থানীয় ভৈরবপাশা ইউনিয়নের আবাসনের বাসিন্দা সুলতান মৃধার ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণের অভিযোগ এনে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।

এজাহার সূত্রে জানা গেছে নলছিটি   উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের নতুন আবাসনের সামনে নিজ চাচাতো ভাইয়ের সাথে বিকেল বেলা খেলতে ছিল শিশুটি। এসময় একই ইউনিয়নের আবাসনের বাসিন্দা সুলতান মৃধার ছেলে মো. আসলাম ওরফে রাজু মৃধা(৩০) শিশুর সাথে খেলতে থাকা চাচাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায়।

সেই সুযোগে শিশুটিকে মোবাইলে অশ্লীল ভিডিও ও নাচ দেখায়। এবং শিশুটিকে আরও ভিডিও দেখানো সহ পাঁচ টাকা দেওয়ার কথা বলে পাশের একটি আবাসনের ঘরে নিয়ে ধর্ষন করে।

পরবর্তীতে শিশুটির চাচাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত ধর্ষক রাজু মৃধা টের পেয়ে শিশুটিকে ৫ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান এজাহার দায়েরের পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে  পাঠানো করা হয়েছে । আর আটক রাজুকে  বুধবার আদালতে প্রেরণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.