সুরাতের বীর নর্মাদ দক্ষিণ গুজরাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহুল।
রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক মেহুল পেশায় একজন আইনজীবীও। তিনি সম্প্রতি ‘লিডারশিপ আন্ডার গভর্নমেন্ট, কেস স্টাডি অব নরেন্দ্র মোদী’ শিরোনামে থিসিসের কাজ শেষ করেছেন। তাতে ছাত্র থেকে অধ্যাপক, কৃষিজীবী থেকে আমলা-সহ ৪৫০ জনের উপর সমীক্ষা চালিয়েছেন তিনি। তাঁদের উত্তরের ভিত্তিতে চোক্সীর সমীক্ষা বলছে, ৮১ শতাংশ ব্যক্তিই ‘ইতিবাচক নেতৃত্ব’ প্রধানমন্ত্রীর বড় গুণ বলে মনে করেন।
৪৮ শতাংশের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘রাজনৈতিক মার্কেটিং দক্ষতা’ সেরা। ২০১০ সাল থেকে মেহুল এই নিয়ে ডক্টরেটের কাজ শুরু করেছেন। মোদী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন।