The news is by your side.

নয়াদিল্লিতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণ ও চিঠি উদ্ধার

0 158

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি বিস্ফোরণ ঘটে। এরপর ঘটনাস্থল থেকে পতাকা ও চিঠি উদ্ধার হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে দিল্লির ইসরায়েল দূতাবাসের সামনে একটি মৃদু বিস্ফোরণ হয়। ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হতাহতের ঘটনাও ঘটেনি।

দিল্লি পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই তারা ইসরায়েল দূতাবাসের কাছ থেকে খবর পায়। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডসহ পুলিশের বিশাল একটি দল পৌঁছায়। পুরো এলাকা ঘিরে শুরু হয় পুলিশ তদন্ত।

তদন্তের সময় ঘটনাস্থল থেকে একটি পতাকা জড়ানো চিঠি উদ্ধার হয়।

চিঠিটি ইসরায়েলের রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা। তবে চিঠিতে কী লেখা আছে, কোন দেশের পতাকায় তা জড়ানো ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ। চিঠি এবং পতাকা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকে একটি ভিডিওবার্তা দেওয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, ঘটনায় তাদের কোনো কর্মীর কোনো ক্ষতি হয়নি। তবে বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে দেখছেন। দিল্লিতে থাকা দেশের নাগরিকদেরও সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বার্তাও প্রচার করা হয়েছে। যেখানে দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.